চট্টগ্রামে একটি বাসে আগুন, ৪টি ভাঙচুর
চট্টগ্রামের চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকায় আজ সোমবার দুপুরে যুবলীগের সমাবেশের ৫০-৬০ গজ দূরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে নগরের চকবাজার সিরাজউদ্দৌলা রোডে চলন্ত বাসে ককটেল হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাসসহ চারটি যানবাহন। আজ সোমবার দুপুরে নগরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, দুপুরে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের সব সিট পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি।
মহানগর যুবলীগের সদস্য এসরারুল হক জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ ও ছাত্রলীগ চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ করা হয়। সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা বসে আড্ডা দেওয়ার সময় সাড়ে ১২টার দিকে বাসে আগুন দেখে তাঁরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন প্রধান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই সময়ে নগরের দিদার মার্কেট এলাকায় একটি চলন্ত মিনিবাসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ককটেলের স্প্লিন্টারে নাছির উদ্দিন নামে এক ব্যবসায়ী আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে চক বাজার সিরাজউদ্দৌলা সড়কে একটি বাস, একটি প্রাইভেট কার, অটোরিকশাসহ চারটি যানবাহন ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।