বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

Looks like you've blocked notifications!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আমবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন শরিফ (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মেহেদি হাসান। তিনি আরো জানান, লাশ ফেরতসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

নিহত ফরিদ বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার শামসুল হকের ছেলে। তিনি গরু আনতে ভারতে গিয়েছিলেন অভিযোগ করেছে বিজিবি।

বিজিবি জানায়, গতকাল রাতে ফরিদসহ একদল বাংলাদেশি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। কিন্তু সেখানে ঢুকেই তাঁরা ৬১ কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দলের সামনে পড়ে। তখন বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে প্রাণ নিয়ে অন্য বাংলাদেশিরা দেশে ফিরে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফরিদ। পরে সেখান থেকে তাঁর লাশ নিয়ে যায় বিএসএফ।