রাঙামাটিতে যুবদলের ছয় নেতা আটক
রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকায় অবৈধভাবে প্রবেশ করে রাজনৈতিক সমাবেশ করার অভিযোগে যুবদলের ছয় নেতাকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই পৌর যুবদলের নেতা বলে জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তাঁদের আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া ও অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম জাহাঙ্গীর হোসেন সত্যতা জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন পৌর যুবদলের সভাপতি ইউসুফ চৌধুরী, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ দুখু, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মানিক ও সহসভাপতি নূর মোহাম্মদ।
ওসি সত্যজিৎ বড়ুয়া জানিয়েছেন, সুখী নীলগঞ্জ এলাকার নিউ পুলিশ লাইন একটি সংরক্ষিত এলাকা। সেখানে একটি পাহাড়ের ঢালে লাইট জ্বালিয়ে সমাবেশ করার সময় যুবদলের ছয় নেতাকে আটক করা হয়। তারা এখন থানায় আছে। কী কারণে তারা সেখানে প্রবেশ করল এবং তাদের উদ্দেশ্য কী ছিল সেই সম্পর্কে বিস্তারিত জেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য তারা নেতাকর্মীদের সঙ্গে বসে একটি দোকানের সামনে চা খাচ্ছিলেন। এ সময় বিনা উসকানিতে কোনো কারণ ছাড়া পুলিশ ছয় নেতাকে আটক করে নিয়ে যায়। এটা অন্যায়।
শাকিল অবিলম্বে আটককৃতদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেছেন, যুবদলের নেতারা পুলিশ লাইন এলাকায় অবৈধভাবে প্রবেশ করে অন্যায় করেছে। কী উদ্দেশ্যে তারা সেখানে গেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এরপরই পদক্ষেপ নেওয়া হবে।
রাতে জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক কামাল হোসেনসহ বেশ কিছু নেতাকর্মী থানায় যান এবং আটকৃকতদের খোঁজখবর নেন।
আটক হওয়ার আগে পৌর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি আপলোড করেন এবং লিখেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা।