মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

Looks like you've blocked notifications!
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে আজ মঙ্গলবার মাগুরা শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি : এনটিভি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা বের শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য বিষয়, ‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান।’

আলোচনা সভায় বক্তারা, শিশুর ছয় মাস বয়স পর্যন্ত কেবল মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেন। বক্তারা বলেন, মায়ের বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুকে সুস্থ থাকতে সাহায্য করে।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা. এফ বি এম আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য দেন শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. আমিনুল ইসলাম, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাসুদেব কুণ্ডু।