জয়পুরহাটে সোনার বারসহ একজন আটক

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে প্রায় আড়াই কেজি সোনাসহ আটক একজন। ছবি : এনটিভি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়। আজ বুধবার সকালে সীমান্তের ভুঁইডোবা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক মামুনুর রশিদের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামে।

জয়পুরহাট-৩  বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় মামুনুর রশিদকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেলের টুলবক্সের ভেতরে থাকা ১০০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার উদ্ধার করা হয়।

আটক সোনার আনুমানিক মূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।