মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ
মুন্সীগঞ্জ শহরের পুরাতন দর্পনা সিনেমা হলসংলগ্ন বোগদাদিয়া প্লাজায় ‘লাল মিয়া হাফেজিয়া বালক মাদ্রাসা’র এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে মাদ্রাসাশিক্ষক আরিফ-উল-ইসলামকে (২৮) পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাত ১টায় ওই প্লাজার ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী এনটিভি অনলাইনকে জানান, আবাসিক ওই মাদ্রাসায় নাজারা বিভাগের (২য় শ্রেণি) এক ছাত্র (১২) ও শিক্ষক আরিফ একই কক্ষে থাকত। বুধবার রাত ১টায় এ ঘটনা ঘটে। পরদিন সকালে মাদ্রাসাছাত্র বাড়ি গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়।
ছাত্রের বাবা থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। আরিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, ছেলেটি বাবা বিষয়টি জানালে ওই শিক্ষককে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ছাড়া ওই শিক্ষককে এরই মধ্যে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আরিফের বাড়ি সদর উপজেলার মাকহাটি গ্রামে।