পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে ছয়জনের নামে মামলা

Looks like you've blocked notifications!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানায়, বার আউলিয়া গ্রামের মো. ইসাহাক আলী (৪০) গরিব দিনমজুর বাবার স্কুলশিক্ষার্থীকে (১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ইসাহাকের পরিবারকে অবহিত করে।  পরে ইসাহাক স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় কিশোরীকে জোর করে শহরের কামাতপাড়া এলাকার নার্স সেলিনার বাসায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীর গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনার পর কিশোরীকে গত মঙ্গলবর রাতে আটোয়ারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

পুলিশ আরো জানায়, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে এবং ওই কিশোরীর পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। বিষয়টি পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদকে জানানো হলে তিনি আটোয়ারী থানায় মামলা করার পরামর্শ দেন।

বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ইসাহাক আলীসহ তার সহযোগী ছয়জনের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা করেন।

এদিকে, গতকাল শুক্রবার সকালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ছয়জনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।