‘ওষুধের অভাবে মারা যায়নি কোনো রোহিঙ্গা’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/12/05/photo-1512490436.jpg)
ওষুধের অভাবে কোনো রোহিঙ্গার মৃত্যু হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের একটি রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে কথা বলেন তিনি।
মেজর জেনারেল মোস্তাফিজুর বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত মানবিক কারণে ওষুধ সরবরাহ করবে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই চিকিৎসাসেবা ও ওষুধ নিয়ে রোহিঙ্গাদের পাশে রয়েছে বাংলাদেশের ওষুধ শিল্পমালিকরা। এতে করে চিকিৎসা ও ওষুধের অভাবে কোনো রোহিঙ্গার মৃত্যু হয়নি।’
বাংলাদেশের এই সেবা বিশ্বদরবারে নজির স্থাপন করেছে বলে মনে করেন এই মহাপরিচালক। ক্যাম্প পরিদর্শনের পর রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ ও ওষুধসামগ্রী বিতরণ করেন তিনি।
এর আগে কক্সবাজার শহরে ১৭টি মডেল ফার্মেসি উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ওষুধশিল্প সমিতির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান খোকন ও ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমদ রবিন ইস্পাহানী।