রাঙ্গুনিয়ায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, তিনজন দগ্ধ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বালুবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলায় মহাজন বটতলে রাত সাড়ে ৯টার দিকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ট্রাকচালক মোহাম্মদ আলী (৪৫), মো. সেলিম ও ট্রাকের শ্রমিক দুলাল মিয়া (৫৫) এ ঘটনায় দগ্ধ হন। রাঙ্গুনিয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের এনটিভিকে বলেন, ‘আহতদের দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন এনটিভিকে বলেন, ‘আহত তিনজনের মধ্যে ট্রাকচালক আলী ও তাঁর সহযোগী সেলিমের অবস্থা আশঙ্কাজনক।’