আনন্দ বাসের ধাক্কায় যমজ দুই ভাই নিহত
লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ বাসের ধাক্কায় ভ্যানট্রলিতে থাকা যমজ দুই ভাই নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।
নিহত দুই ভাই হলো ১২ বছর বয়সী হাসান ও হোসেন। তারা সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসান ও হোসেন লক্ষ্মীপুর থেকে ফ্রিজ কিনে ভ্যানে করে চরচামিতা খালার বাড়িতে যাচ্ছিল। পথে জকসিন পূর্ব বাজারে পৌঁছালে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-০৪০৬২০) তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় ভ্যানচালক আহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ওই বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দুর্ঘটনা ও দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।