বরিশালে নৌ আদালত হবে : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ দুর্ঘটনা-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বরিশালে একটি নৌ আদালত প্রতিষ্ঠা করা হবে। রোববার নারায়ণগঞ্জে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য ঢাকায় একটি নৌ আদালত রয়েছে। নৌযান শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সরকারের গত মেয়াদে বরিশালে ও মাদারীপুরে দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।
শাজাহান খান আরো বলেন, নৌ দুর্ঘটনা রোধে নৌযান শ্রমিক, বিশেষ করে বালুবাহী বাল্কহেড কার্গোর শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। নৌযান মালিক-শ্রমিক যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতাই দুর্ঘটনা হ্রাস করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান শুক্কুর মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জাকিউর রহমান ভূঁইয়া, বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল, ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. এমদাদুল হক বাদশা।