চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের হয়রানি, মহানগর পুলিশের বিরুদ্ধে রেকার বাণিজ্যের অভিযোগ এনে তা বন্ধসহ ১০ দফা দাবিতে আগামী ১৩ আগস্ট মহানগরে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশন আজ সোমবার সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ঘোষণা দেয়। এ সময় লিখিত বক্তব্য পড়েন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মনজুরুল আলম মঞ্জু। বক্তব্য দেন সিটি সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. নুরুল আলম চৌধুরী, সদস্য সচিব গোলাম রসুল চৌধুরী ও নাজিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নগরীর ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানকে অকার্যকর করতে পুলিশ নানাভাবে গণপরিবহন মালিক শ্রমিকদের হয়রানি করছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের রেকার বাণিজ্য বন্ধ, পরিবহন শ্রমিক লীগের ব্যানারে চাঁদাবাজি বন্ধ, ট্রাফিক পুলিশের অযথা হয়রানি ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার উচ্ছেদসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। আগামী বুধবারের মধ্যে এসব দাবি না মানলে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরে গণপরিবহন বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেক্সি, টেম্পোসহ পরিবহন ধর্মঘট পালন করার ঘোষণা দেওয়া হয়।