মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

Looks like you've blocked notifications!
নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ রাজাকে (৩৬) আজ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি

নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ রাজাকে (৩৬) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত ১-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাজা। শুনানি শেষে বিচারক নুর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আরিফ হোসেন লিটন ও শফিকুল ইসলাম জানান, ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে মানিকগঞ্জ-বালিরটেক সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় পুলিশ মামলা করে।

এতে রাজাসহ বিরোধী জোটের ১৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন।