ব্লগার হত্যা অনাকাঙ্ক্ষিত : জাতিসংঘ
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস। তিনি বলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যা সম্পূর্ণ ‘অনাকাঙ্ক্ষিত’।
গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১২৬৭ ও ১৩৭৩ বিষয়ক এক কর্মশালায় ওয়াটকিনস এসব কথা বলেন।
‘সবারই মতামত প্রকাশের অধিকার রয়েছে’ উল্লেখ করে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি বলেন, ‘যদি কেউ আইন লঙ্ঘন করে, যে কেউ বিচার চাইতে পারেন। তবে হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
‘নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনে বৈশ্বিক সন্ত্রাস মোকাবিলায় অবরোধ, সন্ত্রাসী হুমকি সম্পর্কে জনগণকে আরো সতর্ক করা এবং সন্ত্রাস মোকাবিলায় পর্যাপ্ত উপায়-উপকরণের বিষয় রয়েছে।’
দুই দিনব্যাপী এ কর্মশালায় পররাষ্ট্রসচিব শহিদুল হক বক্তব্য দেন। সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
জাতিসংঘ সমন্বয়ক বলেন, বাংলাদেশে শান্তি বিরাজমান রয়েছে। এখন কোনো সন্ত্রাসবাদী সমস্যা নেই। তবে এই কর্মশালা সন্ত্রাসীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সজাগ করে তুলবে।
অপরাধ এবং সন্ত্রাসবাদ অনেক ক্ষেত্রে হাতে হাত রেখে চলে বলে উল্লেখ করেন রবার্ট ওয়াটকিনস। তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধরে রাখতে সন্ত্রাসবাদ ইস্যুতে আরো সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
গত ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর নিজ ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। তিনি নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন এবং গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। দুর্বৃত্তরা দিনে-দুপুরে বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাঁকে। এ ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন নীলাদ্রির স্ত্রী আশা মনি।
এ ঘটনায় মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সহযোগিতার আশ্বাস দিয়েছে। মামলাটি এরই মধ্যে পুলিশের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার নীলাদ্রি চট্টোপাধ্যায়। কাউকে রাজপথে আবার কাউকে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সব হত্যাকাণ্ডের ধরন একই।
তবে রাজীব ও বাবু ছাড়া আর কোনো হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত কাউকে আটক করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দেশে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা উল্লেখ করে রবার্ট ওয়াটকিনস সুনির্দিষ্টভাবে বলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের মুক্তচিন্তা ও মুক্ত মতামত প্রকাশের অধিকার রয়েছে। এর আগে জাতিসংঘ এ ধরনের সব হত্যার নিন্দা জানিয়েছে এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব বলেন, বৈশ্বিক সন্ত্রাসী হুমকি এবং সন্ত্রাস মোকাবিলায় পর্যাপ্ত উপায় উপকরণ সম্পর্কে জনগণকে সজাগ করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।