সুপ্রিম কোর্টের স্বাধীনতার মৃত্যু ঘটেছে : মওদুদ

Looks like you've blocked notifications!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ব‌লে‌ছেন, প্রধান বিচারপতিকে অপসারণের মাধ্যমে সরকার সুপ্রিম কোর্টের স্বাধীনতার মৃত্যু ঘ‌টি‌য়ে‌ছে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয়তলার কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘কীভাবে ব্ল্যাকমেইল করে অপসারণ করানো যায় তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী।'

‘নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো কথা সংবিধানে নেই’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘কিন্তু এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করেছেন। প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন তা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে আমি মনে করি না।'

বিএনপি নেতা আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে যতই মামলা দেওয়া হোক না কেন- কোনোকিছুর মাধ্যমে আমাদের দমিয়ে রাখতে পারবেন না।’