‘সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউপিডিএফ জড়িত নয়’

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে ইউপিডিএফের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি।

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত নয় বলে  দাবি করেছেন সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা। 

আজ শনিবার দুপুরে ইউপিডিএফের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে সচল চাকমা বলেন, “রাঙামাটির বাঘাইছড়ির বড়াদামে আজ শনিবার ভোরে সেনাবাহিনীর সাথে ‘সন্ত্রাসীদের’ সংঘর্ষের ঘটনায় ইউপিডিএফকে জড়িয়ে কোনো কোনো সংবাদ মাধ্যমে (টিভি চ্যানেলে) যে রিপোর্ট প্রচারিত হচ্ছে তা আদৌ সত্য নয়।”

প্রচারিত সংবাদে ওই ঘটনার সঙ্গে মিথ্যাভাবে ইউপিডিএফকে জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ইউপিডিএফ নেতা বলেন, ‘কার সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং আটককৃত ও নিহতরা কারা তা পরিষ্কার জানা থাকা সত্ত্বেও একটি বিশেষ মহল ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে ও দুরভিসন্ধিমূলকভাবে ইউপিডিএফের নাম জড়াতে চাইছে।’

এ সময় সচল চাকমা অবিলম্বে ঘটনা সম্পর্কে এই বিভ্রান্তিকর তথ্য দূর করার জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।