বিপুল ভারতীয় শাড়িসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক থেকে বিপুল ভারতীয় শাড়িসহ রবিউল শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে গোয়ালন্দঘাট থানার পুলিশ তাঁকে আটক করে।
রবিউলের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর থানার কাওড়া গ্রামে। তাঁর বাবার নাম রফিক শেখ।
পুলিশের দাবি, আটক শাড়িগুলোর বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, রাতে টহল দেওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এএসপি রবিউল ইসলামের নেতৃত্বে রাত প্রায় ৩টার দিকে শাড়িবোঝাই করে ট্রাকটি বাসস্ট্যান্ডের কাছে এলে তা আটক করা হয়। তিনি বলেন, ট্রাকের ভেতর ভারত থেকে অবৈধপথে আনা প্রায় দুই কোটি টাকা সমমূল্যের দুই হাজার ৮৫টি শাড়ি, ৩৫টি থানকাপড় ও ২০৬টি সালোয়ার-কামিজ উদ্ধার করা হয়। ট্রাকটি মাগুরা থেকে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।