চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় র্যাব ৭-এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহিদুল ইসলাম ওরফে আলো (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের দাবি, জাহিদুল একজন ইয়াবা ব্যবসায়ী। তবে তাঁর স্ত্রী ইয়াসমিন জানান, তাঁর স্বামী মোবাইল ফোনের ব্যবসা করেন। ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করা হয়েছে।
urgentPhoto
আজ সোমবার সকালে মোবাইলে পাঠানো খুদেবার্তায় র্যাব-৭ জানায়, গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ইয়াবা উদ্ধার অভিযানে গেলে জাহিদুল ও তার সহযোগীরা গুলি চালায়। এ সময় র্যাব পাল্টা গুলি চালালে আলো নিহত হন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বুলেট, ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। আজ বেলা ১২টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করতে গিয়ে এনটিভি অনলাইনকে নিহত জাহিদের স্ত্রী ইয়াসমিন বলেন, ‘ঢাকায় যাওয়ার কথা বলে গত দুদিন আগে হালিশহর নয়াবাজারের বাড়ি থেকে বের হন জাহিদ। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে হাসপাতাল মর্গ থেকে আমাকে ফোন করা হয়। পরে আমি গিয়ে লাশ শনাক্ত করি।’
ইয়াসমিন জানান, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খাজা টেলিকম’ নামে একটি মোবাইলের দোকান রয়েছে জাহিদুলের।