স্বাস্থ্য খাতে সরকার রাজনীতি করবে না : স্বাস্থ্যমন্ত্রী
দেশে স্বাস্থ্য খাতে সরকার কোনো ধরনের রাজনীতি করবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, যোগ্য ও দক্ষ চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতি দেওয়া হবে।
আজ সোমবার সকালে চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মা ও শিশু হাসপাতালে সম্প্রসারিত বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
দেশে বেসরকারি ও বড় হাসপাতালগুলো অতিরিক্ত টাকা নিয়ে গরিব ও মধ্যবিত্তদের সেবা দিচ্ছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, গরিব মানুষের সেবায় সরকারি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের ভালো কাজের জন্য পুরস্কার ও দায়িত্বে অবহেলাকারীদের তিরস্কার করার ঘোষণা দেন মন্ত্রী।
চট্টগ্রামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন আইন তৈরি হয়েছে। জাতীয় সংসদে তা পাস হলে কাজ শুরু হবে।
সরকার পক্ষপাতিত্ব ছাড়া যোগ্য ব্যক্তিদের পদায়ন করছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের রাজনীতি করছে না।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্প্রসারিত বহির্বিভাগের উদ্বোধন করেন। নির্মিতব্য কয়েকটি ভবনের কাজ ও চিকিৎসাসেবা ঘুরে দেখেন।