রাতে ফের বসছে বিএনপির স্থায়ী কমিটি

Looks like you've blocked notifications!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার রাতে আবার স্থায়ী কমিটির সভা ডেকেছেন।

রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা ডাকা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন ঘোষণার পর গত ২৭ জানুয়ারি রাতে  বিএনপির চেয়ারপারসন জরুরিভাবে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এরপর জোটের শরিক নেতাদের সঙ্গেও বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী। সবশেষ গতকাল শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

তার আগে আজ রাতে জরুরি ভিত্তিতে স্থায়ী কমিটির এই সভা বসতে যাচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। গত বৃহস্পতিবার খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই দিন নির্ধারণ করেন।

এই মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।