মাল নামানোর সময় ট্রাকশ্রমিক নিহত

Looks like you've blocked notifications!

রাজধানীর রায়েরবাগে মালপত্র নামানোর সময় ট্রাকের নিচে চাপা পড়ে মিজান (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ২টার দিকে রায়েরবাগ হাশেম রোডে এ ঘটনা ঘটে। নিহত মিজানের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়। তিনি ঢাকায় ধোলাইখাল এলাকায় থাকতেন।

নিহত মিজানের সহকর্মী মহসিন জানান, তাঁরা কয়েকজন মিলে একটি ট্রাক থেকে একটি বড় মেশিন নামাচ্ছিলেন। এ সময় এর নিচে চাপা পড়েন মিজান। এতে গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।