ভিডিও ফুটেজ দেখে আটক করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যে আটকগুলো করছি, ভিডিও ফুটেজ দেখে করছি। তাৎক্ষণিক কাউকে ধরি নাই।’

আজ রোববার রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী ভিডিও ফুটেজ দেখে আটক করেছে।’

আসাদুজ্জামান আরো বলেন, ‘আমরা যে আটকগুলো করছি, এগুলো ভিডিও ফুটেজ দেখে করছি। তাৎক্ষণিক কাউকে ধরি নাই।’ তিনি আরো জানান, এ ছাড়া যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে তাদেরও আটক করা হচ্ছে।

বিএনপির অভিযোগ, গত ৩০ জানুয়ারি থেকে দলটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। ওই দিন হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে নিজেদের কর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে বিএনপির বিরুদ্ধে।

এরপর রাজধানীর দুই থানায় একাধিক মামলা হয়। ওই মামলায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়।

গত ৩০ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করা হয়। পরের দিন আটক হন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

গত ২ ফেব্রুয়ারি আটক হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আহমেদ।

এ ছাড়া একাধিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, তাঁদের বহু নেতাকর্মী, সমর্থকদের আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিএনপির অভিযোগ, ওই সভায় বাধা দেওয়ার জন্যই এসব আটক করা হয়।