মোহাম্মদপুরে পিকআপের ধাক্কায় প্রাণ হারাল শিশু

Looks like you've blocked notifications!

রাজধানীর মোহাম্মদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে ১২ বছরের এক শিশু।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম অন্তর। সে মোহাম্মদপুরের তাজমহল রোডে খুলনা খাবার হোটেলে কাজ করত। অন্তর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা সোহেল মিয়ার ছেলে।

নিহত শিশুটির সহকর্মী আলমগীর হোসেন জানা, সকালে জাপান গার্ডেন সিটির সামনে একটি পিকআপ ভ্যান অন্তরকে ধাক্কা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলঅ পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্তরের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ।