ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ
কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জেরে ভারতের ঘোজাডাঙ্গায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানিও।
আজ সোমবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এর আগে ভারতের ব্যবসায়ীরা চিঠি পাঠিয়ে ধর্মঘটের ঘোষণা দেন।
ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষের বরাত দিয়ে ভোমরা সিঅ্যান্ডএফের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ঘোজাডাঙ্গার কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন কারণে ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়েছে। এরই জেরে ভারতে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
নওশাদ দিলওয়ার রাজু জানান, ওই ধর্মঘটের প্রভাব পড়েছে ভোমরা বন্দরেও। ফলে আজ সকাল থেকে ভারত থেকে আমদানি পণ্যবাহী কমপক্ষে ৩০০ ট্রাক ঘোজাডাঙ্গা বন্দরে আটকা পড়েছে।