২০১৯-এর জুনে পদ্মা সেতুতে যান চলাচল : মুহিত

Looks like you've blocked notifications!
জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি

২০১৯ সালের জুনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে বলে আশাবাদ জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ আশাবাদ জানান।

অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়া সত্তেও সরকারের এক মন্ত্রীকে তখন পদত্যাগ করতে হয়েছিলো। এরপরও পদ্মা সেতুতে অর্থায়ন করেনি বিশ্বব্যাংক। বিদেশি ঋণের নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে।

মুহিত বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। আমার মনে হয় আগামী মার্চ মাসে, মার্চ নয়, একটু বেশিই মনে হয় আশাবাদী হচ্ছি; আগামী জুন মাসে আপনারা পদ্মা সেতুর ওপর দিয়ে পদ্মা অতিক্রম করবেন।’

এনবিআর সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে  বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।