‘টিভি সাবস্ক্রিপশন ভিত্তিক করা যায় কিনা দেখা হবে’

Looks like you've blocked notifications!
অ্যাটকোর সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

দেশীয় বেসরকারি টিভি চ্যানেলগুলো সাবস্ক্রিপশন ভিত্তিক করা যায় কিনা তা সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিদেশি টিভি চ্যানেলগুলো যেভাবে সম্প্রচারিত হচ্ছে সেভাবে দেশীয় চ্যানেলের সম্প্রচারের জন্য আইনগত ও প্রযুক্তিগত জটিলতা নিরসনে সরকার সহযোগিতা করবে বলে জানান তথ্যমন্ত্রী।

আজ মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে আয়োজিত বৈঠকশেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বর্তমানে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার হয়ে থাকে ক্যাবল অপারেটরদের মাধ্যমে। তবে বিদেশি চ্যানেলগুলো সম্প্রচারিত হয়ে থাকে সাবস্ক্রিপশনের মাধ্যমে। আর তাই দেশিয় টেলিভিশন চ্যানেলগুলো ক্যাবল অপারেটরদের মাধ্যমে সম্প্রচারিত হওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করে অ্যাটকো।

অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু বলেন, ‘আমরা বিজ্ঞাপননির্ভর না হয়ে কীভাবে  সাবস্ক্রিপশনের মাধ্যমে করতে পারি সে বিষয়ে আলোচনা করেছি। সিদ্ধান্ত আরো পরে আসবে।’ তিনি আরো বলেন, ‘একইসঙ্গে যেন দর্শকদের ওপর চাপ না পড়ে সে নিয়ে আমরা আলাপ করেছি।’  

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিষয়গুলো গুরুত্বপূর্ণ। অ্যাটকো বিষয়টি লিখিত আকারে ও ব্যাখ্যাসহ আমাদের কাছে দেবে। মন্ত্রণালয় এটা পরীক্ষা-নিরীক্ষা করে উপর্যুপরি আলোচনার মধ্য দিয়ে আয় বৃদ্ধি এবং ব্যয় কমানোর বিষয়ে সহযোগিতা করতে পদক্ষেপ নিতে সহায়তা করব।’

বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গনমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্থ না হয়, সেই বিষয়টিও আলোচনা হয়। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই আইন গনমাধ্যমকে দমন করার উদ্দেশ্যে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল আইনের মধ্যে কোনো কিছু যদি আপনাদের কাছে উদ্বেগজনক মনে হয় অথবা সমস্যা মনে হয় অথবা এ আইনটিকে আরো পরিমার্জন করার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা লিখিত আকারে তা তথ্য মন্ত্রণালয়কে দিবেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনটি চূড়ান্ত করার আগে আপনাদের প্রস্তাবগুলো বিবেচনায় রাখতে সাহায্য করব।’

এ সময় টেলিভিশন চ্যানেল মালিকদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।