অভিজিৎ-অনন্ত হত্যায় গ্রেপ্তার ৩ : র‍্যাব

Looks like you've blocked notifications!
ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যায় গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি : নিউজ রুম ফটো

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার মূল পরিকল্পনাকারীসহ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক মোবাইল ফোন বার্তায় এসব দাবি করেছে র‍্যাব।urgentPhoto

বার্তায় জানানো হয়, গত রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি এলাকায় আলাদা অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুল ইসলাম, সক্রিয় সদস্য আমিনুল মল্লিক ও সাদেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।

পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

এ বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হত্যা করা হয় লেখক-ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

এর পর গত ১২ মে সিলেট শহরের সুবিদবাজারে দিনদুপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার-গণজাগরণ মঞ্চের কর্মী অনন্ত বিজয় দাশকে।