অরফানেজ মামলায় এক মাস কারাভোগ করেন খালেদা জিয়া

Looks like you've blocked notifications!

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এক মাস নয় দিন কারাভোগ করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রায়ে সাজা হলে এসব দিন সাজা থেকে বাদ যাবে বলে জানিয়েছেন আইনজীবী।

মামলার নথি থেকে জানা যায়, এক-এগারোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আটক থাকার পর রমনা থানায় ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করা হয়। পরে এ মামলায় তাঁকে আটক দেখানো হলে একমাস নয় দিন অর্থাৎ ২০০৮ সালের ১৭ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত খালেদা জিয়া কারাভোগ করেছিলেন।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, এ মামলার ফৌজদারি কার্যবিধি ৩৫ ‘এ’ ধারা অনুযায়ী এটা বাদ যাবে।   

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এ মামলায় খালেদা জিয়া এর আগে এক মাস নয় দিন কারাভোগ করেছিলেন।

মামলায় খালেদা জিয়া আদালতে ৪৩ কার্যদিবস আদালতে উপস্থিত ছিলেন এবং আট কার্যদিবসে তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। মামলায় ২৬১ কার্যদিবস পরিচালিত হয়।

এক নজরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

  • রমনা থানায় ২০০৮ সালের ৩ জুলাই মামলা দায়ের করা হয়।  
  • মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ।
  • এজাহারে টাকা আত্মসাতের (ঘটনার) সময়কাল হিসেবে ১৩ নভেম্বর ১৯৯৩ হতে ২৮ মার্চ ২০০৭ সালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  
  • ২০১০ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
  • মামলার কার্যদিবস-২৬১ দিন ।
  • খালেদা জিয়া হাজিরা দেন ৪৩ দিন।
  • খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন আটদিন।
  • গত ২৫ জানুয়ারি ২০১৮ রায়ের দিন ধার্য করেন বিশেষ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।
  • রায়ের দিন ধার্য -৮ ফেব্রুয়ারি ২০১৮।