আদালতে ঢুকতে না পেরে আইনজীবীদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার কারণে আদালতে প্রবেশ করতে না পেরে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বকশীবাজারের উমেশ দত্ত রোডে আলিয়া মাদ্রাসায় প্রবেশপথে এ ঘটনা ঘটে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে সকাল থেকেই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। যাচাই-বাছাই করেই ভেতরে প্রবেশ করতে পারছেন সাংবাদিক ও আইনজীবীরা। নিষিদ্ধ করা হয়েছে আদালত চত্বরে ক্যামেরা নিয়ে প্রবেশ।

সকালে আদালতে প্রবেশ করতে চান বিএনপিপন্থী আইনজীবীরা। কিন্তু খালেদা জিয়ার ওকালতনামা বা মামলার পরিচালনাপত্রে নাম থাকা জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবীকেই কেবল প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাকিদের মূল প্রবেশপথেই আটকে দিয়েছে পুলিশ।

বিএনপিপন্থী ও ওকালতনামাভুক্ত আইনজীবী আজমল হোসেন খোকন এনটিভি অনলাইনকে জানান, ওকালতনামায় নাম থাকার পরও পুলিশ তাঁকে প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি কী কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা-ও জানতে পারেননি তিনি। সাত থেকে আটজন জ্যেষ্ঠ আইনজীবী ভেতরে প্রবেশ করতে পেরেছেন বলেও জানান তিনি।

অন্যদিকে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ১৫/২০ জন আইনজীবীকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

তবে ভেতরে প্রবেশ করতে না পারলেও আলিয়া মাদ্রাসার বাইরেই পুলিশের ব্যারিকেড ভেঙে খালেদা জিয়াকে স্বাগত জানাতে ফটকের দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

একনজরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

  • রমনা থানায় ২০০৮ সালের ৩ জুলাই মামলা দায়ের করা হয়।  
  • মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ।
  • এজাহারে টাকা আত্মসাতের (ঘটনার) সময়কাল হিসেবে ১৩ নভেম্বর ১৯৯৩ হতে ২৮ মার্চ ২০০৭ সালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  
  • ২০১০ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
  • মামলার কার্যদিবস ২৬১ দিন ।
  • খালেদা জিয়া হাজিরা দেন ৪৩ দিন।
  • খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন আট দিন।
  • গত ২৫ জানুয়ারি ২০১৮ রায়ের দিন ধার্য করেন বিশেষ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।
  • রায়ের দিন ধার্য ৮ ফেব্রুয়ারি ২০১৮।