পরিবারের সদস্য ও দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

Looks like you've blocked notifications!

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা শুনতে আদালতের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যদের দোয়া করতে বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশানে নিজের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন বিএনপির প্রধান। 

এ সময় খালেদা জিয়ার বড় বোন, বোনের স্বামী, ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী, আরেক ভাই মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুরবাড়ির সদস্যসহ পরিবারের কাছের মানুষরা উপস্থিত ছিলেন।  

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এন‌টি‌ভি অনলাইন‌কে বলেন, খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার আগে তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে বলে এসেছেন। সেইসঙ্গে নিজের জন্য দোয়াও চেয়েছেন। তিনি পরিবারের সদস্যদের বলেছেন, ‘ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে।’

শায়রুল কবীর আরো বলেন, বাসা থেকে বের হওয়ার সময় দেশবাসীর কাছেও দোয়া চান খালেদা জিয়া।

পরে দুপুর ১টা ৫০ মিনিটে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে এসে হাজির হন খালেদা জিয়া।