গাইবান্ধায় বিএনপির মিছিলে লাঠিপেটা, সম্পাদকসহ আটক ২০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/08/photo-1518087597.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার রায় ঘোষণার পরপর আজ বৃহস্পতিবার গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং প্রায় ২০টি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে।
এ সময় মিছিল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আহাদ খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সিনিয়র সহসভাপতি জাকিউল ইসলাম রনিসহ প্রায় ২০ জনকে আটক করে পুলিশ।
আজ দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।