সুন্দরবনে ২১ ভারতীয় গরুসহ ছয়জন আটক

Looks like you've blocked notifications!
সুন্দরবনে আটক ভারতীয় গরু। ছবি : এনটিভি

গভীর সুন্দরবনের জলসীমা পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় সাতক্ষীরার ফিরিঙ্গির চরে ২১টি ভারতীয় গরু আটক করেছে বন বিভাগ। এ সময়ে ছয়জনকে আটক করা হয়েছে। 

বন বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, আটক হওয়া ব্যক্তিদের তিনজন ভারতীয় নাগরিক। 
 
পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন কার্যালয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গত সোমবার রাতে বনের মামুনদো নদীতে টহলের সময় ফিরিঙ্গির চরে একটি ট্রলার নজরে আসে। এটিকে চ্যালেঞ্জ করা হলে এর মধ্য থেকে ২১টি ভারতীয় গরু আটক করা হয়। ট্রলারে থাকা ছয় ব্যক্তিকেও আটক করা হয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানাধীন নিমতলা গ্রামের রিয়াজুল মিস্ত্রি, শহিদুল সরদার ও সাইদুর লস্কর এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রাশিদুল ইসলাম, তাকবিল কাগুজি ও ইসরাফিল কাগুজি।
  
আটক ব্যক্তিদের শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া গরুগুলো আটক ও ট্রলারটি জব্দ করা হয়েছে।