লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের কমলনগরে আবুল কাশেম (৪৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আবুল কাশেম সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামছুল হক খলিফার ছেলে। তিনি মুরগি কেনাবেচা করতেন। সকালে লরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আবুল কাশেমের ছেলে মো. রনি জানায়, ভোরে তাঁর বাবা বাইসাইকেলে করে চরকাদিরা এলাকায় মোরগ কিনতে বের হন। পথে কিল্লার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।