মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় চট্টগ্রাম অপরিকল্পিত বন্দর নগরী : মেয়র
চট্টগ্রামের মহাপরিকল্পনা ১৯ বছরেও বাস্তবায়ন না হওয়ায় বন্দর নগরী অপরিকল্পিত শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি পরিকল্পনার মেয়াদ শেষ হওয়ার আগেই সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীদের সঙ্গে এ যৌথ সভায় এসব কথা বলেন মেয়র।
চট্টগ্রামের পয়ঃনিষ্কাশনে মহাপরিকল্পনা বাস্তবায়ন, যানজট নিরসন, ফ্লাইওভার নির্মাণসহ চলমান নানা প্রকল্প পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করে সিটি করপোরেশন। এ সময় প্ল্যান ফর চিটাগাংয়ের সহসভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন সংস্থার প্রধান প্রকৌশলীরা আলোচনায় অংশ নেন।
সিটি মেয়র বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় নগরীর জলাবদ্ধতা ও যানজট বেড়েই চলেছে। দুই দশক পরও পয়ঃনিষ্কাশনের মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়নি। মহাপরিকল্পনার সময় ফুরিয়ে গেলেও সব প্রতিষ্ঠানের মধ্যে আবার সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে অপরিকল্পিত এ শহর রক্ষা করা সম্ভব।