ফসলের জমি থেকে নবজাতক উদ্ধার
রাজশাহী জেলার পবা উপজেলা থেকে আনুমানিক ১৫ দিন বয়সী জীবিত এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের জমি থেকে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে স্থানীয়রা ফসলের জমিতে ওই নবজাতককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে। এ সময় বায়া এলাকার গোবরা উদ্দিনের স্ত্রী জহুরা বেগম নবজাতকটিকে তাঁর বড় মেয়ের কাছে লালন-পালন করাবেন বলে পুলিশকে জানান। পরে শিশুটিকে নগরীর শাহ মখদুম থানার ‘ভিকটিম সাপোর্ট সেন্টারে’ পাঠানো হয়েছে।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নবজাতককে জহুরা বেগমের হাতেই প্রথমে তুলে দেওয়া হয়। তবে আপাতত শিশুটিকে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে এনে রাখা হয়েছে। ওই নারীও এখানে এসে তার সেবা-যত্ন করছেন। এখন ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ই পরবর্তী ব্যবস্থা নিবে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নবজাতক শিশুটিকে ফসলের ক্ষেতে কে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ. ম সাজু, রাজশাহী