‘আ. লীগের সাথে জনসংহতি সমিতির কোনো বিরোধ নেই’
আওয়ামী লীগের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটিতে স্বতন্ত্র সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেছেন, নিয়মতান্ত্রিক রাজনীতিকে বাধা দিলে অনিয়মতান্ত্রিক রাজনীতি আসতে বাধ্য। আমি মনে করি সংবিধানের নীতিমালা ছাড়া কেউ মনগড়া কাজ না করলেই উত্তম।
রোববার সকালে রাঙামাটি শহরের সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে রাঙামাটির জেলা পাহাড়ি ছাত্র পরিষদের ২০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ঊষাতন তালুকদার এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টায় ‘জুম্ম স্বার্থ পরিপন্থী ও চুক্তি বিরোধী সকল কার্যক্রম প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নই হোক ছাত্র-যুব সমাজের দৃপ্ত অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে রাঙামাটি জেলা সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে আমাদের ঝুলিয়ে রেখেছে। এখন সরদার দলের নেতারা নিজের ব্যক্তিগত স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।’
সংসদ সদস্য ঊষাতন তালুকদার আরো বলেন, ‘ভাঙন নয়, আমাদের জুড়ন্তির দিকে অগ্রসর হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, আমাদের সংগ্রাম ছাড়া বিকল্প নেই।’
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা সভাপতি রিন্টু চাকমার সভাপতিতে আরো বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাথ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন মারমা, রাঙামাটি জেলা যুব সমিতির সভাপতি টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দিপা চাকমা। এতে স্বাগত বক্তব্য দেন জেলা পিসিপির সহ-সভাপতি কাজল চাকমা।