চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী জেলহাজতে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/20/photo-1440068031.jpg)
পুলিশের ওপর হামলার মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতের ৩৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শায়লা শারমিনের আদালতে হাজির হয়ে ৩৮ নেতাকর্মী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে জেলহাজতে পাঠান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিএসআই মোশারফ ও আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৫ জানুয়ারি ফরিদগঞ্জে পুলিশের ওপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে তদন্ত কর্মকর্তা উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মো. ইউনুছসহ ৮৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আজ মামলার শুনানির সময় শত শত নেতাকর্মী আদালতে হাজির হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।