খালেদা জিয়া রাজনৈতিক নেতা নন, সন্ত্রাসী : জয়
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নন। তিনি একজন সন্ত্রাসী।’
আজ শুক্রবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১১তম বার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীতনয় এ কথা বলেন।
জয় বলেন, ‘আগস্ট মাস আমাদের জন্য একটি কালো মাস, বিশেষ করে আমার পরিবারের জন্য। ২০০৪ সালের এই দিনে ভয়াবহ এক গ্রেনেড হামলায় প্রায় মারা পড়ছিলেন আমার মা। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মিসেস আইভি রহমানসহ দলের ২৩ জন সদস্য নিহত হন এবং ৪০০ জনের বেশি আহত হন। এটি ছিল আমার মাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ১৯তম হামলা।’
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো লিখেছেন, ‘হামলা চালিয়েছিল যে জঙ্গি সংগঠনটি, তার প্রধান মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর বিস্তারিত জবানবন্দিতে উল্লেখ করেছে যে হামলার পরিকল্পনার বৈঠকগুলো হয়েছিল হাওয়া ভবনে, বেগম জিয়ার ছেলে তারেক রহমানের কার্যালয়ে।’
এরপর সজীব ওয়াজেদ জয় সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির একটি ভিডিও লিংক দেন
https://www.youtube.com/watch?v=L1m9Y-x0DvU
এরপর জয় লেখেন, ‘বিএনপি সেই একই দল যারা মাসকয়েক আগে এবং ২০১৩ সালের শেষ নাগাদ আমাদের নাগরিকদের ওপর পেট্রলবোমা হামলা চালিয়েছিল। শতাধিক নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা, যাদের মধ্যে নারী এবং শিশুরাও ছিল। খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নন। তিনি একজন সন্ত্রাসী।’