হিযবুতকে মদদ, ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরকে মদদ দেওয়ার অভিযোগে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে সংসদ সদস্য পীর ফজলুর রহমানের (সুনামগঞ্জ-৪) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পীর ফজলুর রহমান যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সমীক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিসংশ্লিষ্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্য উল্লেখ করে প্রশ্ন করেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ’ সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হিযবুত তাহরীরকে অনেক আগেই আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। এর যে নেতা ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার নামে মামলা দেওয়া হয়েছে। তারা যাতে বাংলাদেশে নাশকতা করতে না পারে, তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তারা তেমন কোনো নাশকতা করতে পারেনি।’
শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্য হলো, গত ১১ তারিখে ডেইলি স্টার পত্রিকার তিন নম্বর পাতায়...। হিযবুত তাহরীরের একটি পোস্টার বাংলামোটরের এক কোণায় লাগানো ছিল, হুবহু সেই পোস্টারটা বিশাল আকারে ছাপিয়ে দেওয়া হয়েছে। যে সংগঠন নিষিদ্ধ, সেই নিষিদ্ধ সংগঠনের একটা পোস্টার একটা পত্রিকা ছাপানোর মানে হলো, ওই নিষিদ্ধ সংগঠনের প্রচারে সহযোগিতা করা।’
এ সময় সংসদ সদস্যরা ‘ইয়েস, ইয়েস’ বলে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থন করেন। প্রধানমন্ত্রী বলতে থাকেন, ‘কারণ, বাংলামোটরে বা রাস্তার কোণায় একটা পোস্টার পড়ে আছে, এটা হয়তো কেউ পড়ত না। নেগেটিভভাবে হোক, পজিটিভভাবে হোক, যেভাবেই লিখুক না কেন ওই পোস্টার ওই বিশাল আকারে ছাপানো, এটা ওই হিযবুত তাহরীরকে মদদ দেওয়া বা উসকে দেওয়ার শামিল বলে আমি মনে করি। কাজেই আমাদের পত্রপত্রিকা যখন কোনো জিনিস ছাপায় বা কিছু করে, তখন কোনটা নিষিদ্ধ বা কোনটা নিষিদ্ধ না বা কাদের দ্বারা দেশের ক্ষতি হতে পারে বা ক্ষতিকর, এই ধরনের কোনো জিনিস বোধহয় ছাপানো উচিত না।’ তিনি বলেন, ‘কিন্তু কেন এটা করছেন আমার কাছে বোধগম্য না। তবে আমরা এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে যাঁরা তাদের মদদ দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থন করেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘এই ধরনের জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমরা দেব না। মানুষের শক্তিই বড় শক্তি। আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে, আমার তো মনে হয়, হিযবুত তাহরীরেরও তাতে মদদ আছে। এদের হাত থেকে দেশকে রক্ষার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তাই করব।’
সংসদ সদস্যদেরও এ ব্যাপারে জনগণকে সঙ্গে নিয়ে সজাগ থাকার ও প্রতিরোধ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।