নেতা-কর্মীদের ‘আচরণে ক্ষুব্ধ’, এমপির গাড়িবহরে হামলা
ফরিদপুরের বাইপাস সড়কে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সড়কের পিয়ারপুরে এ ঘটনা ঘটে। একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এমপির লোকদের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কিছু বাসিন্দা এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ সময় সংসদ সদস্যের বহরে থাকা চারটি বাস ভাঙচুর করা হয়। হামলায় বাসের মধ্যে থাকা কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ২০টি গাড়ি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাচ্ছিলেন। পথে ফরিদপুর জেলার পিয়ারপুরে বহরের একটি গাড়ির সাথে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ক্ষুব্ধ হয়ে বহরের গাড়িতে থাকা নেতা-কর্মীরা ট্রাকটি ভাঙচুর করে।
এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি উত্তেজিত হয়ে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা চালায়। হামলায় বহরের থাকা অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিলেও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুজ্জামান বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংসদ সদস্যের গাড়িবহর নিরাপদে গোপালগঞ্জের দিকে পাঠিয়ে দেওয়া হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, এ ঘটনায় দুটি ট্রাক আটক করা হয়েছে। তা ছাড়া হামলায় জড়িত সন্দেহে মোট তিনজনকে আটক করা হয়েছে। একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।