বিলুপ্ত ছিটমহলে ইন্টারনেটসেবা

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গাড়াতি ডিজিটাল সাব সেন্টারের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

সদ্য বিলুপ্ত পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলবাসীদের ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে। স্থাপন করা হয়েছে গাড়াতি ডিজিটাল সাব সেন্টার।

আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এই ডিজিটাল সাব সেন্টারের উদ্বোধন করেন।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক-২ বেগম নীলুফার আহমেদ, মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার, প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদসহ বিলুপ্ত ছিটমহলের নেতারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা গাড়াতি ডিজিটাল সাব সেন্টার পরিদর্শন করেন।