দিনাজপুরে ৬টি ককেটল উদ্ধার

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাব ও পোস্ট অফিসের বারান্দা থেকে আজ বুধবার সকালে ছয়টি ককটেল উদ্ধারের পর তা বালতিভর্তি পানিতে চুবিয়ে রাখে পুলিশ। ছবি : এনটিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাব ও পোস্ট অফিসের বারান্দা থেকে আজ বুধবার সকালে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আজ সকালে একই সময়ে সেতাবগঞ্জ প্রেসক্লাবের বারান্দা থেকে তিনটি ও সেতাবগঞ্জ পোস্ট অফিসের বারান্দা থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। 

ওসি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এই কাজ করেছে। তবে যেকোনো নাশকতা প্রতিরোধে থানা পুলিশ সজাগ রয়েছে। উদ্ধার করা ককটেলগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।