অপহৃত শিশু বরিশালে উদ্ধার, মামি গ্রেপ্তার
ঢাকার মিরপুর থেকে অপহৃত শিশু স্কুলছাত্রী তাজমিম রুপালীকে (৭) তিনদিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির মামি জরিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকার মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের বাসিন্দা নৌ-=পরিবহন মন্ত্রণালয়ের অফিস সহকারী রুহুল আমিনের মেয়ে তাজমিম আক্তারকে ১৯ অগস্ট অপহরণ করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই মিরপুর মডেল থানায় রুহুল আমিন বাদী হয়ে তাঁর শ্যালক সাদ্দাম হোসেন ও শ্যালকের স্ত্রী জরিনা বেগমকে আসামি করে অপহরণের মামলা করেন। মিরপুর থানার পুলিশ গুলশান থেকে সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে স্বজনদের অনুসন্ধানের তথ্য পেয়ে পুলিশ জরিনা বেগমের বাবার বাড়ি আগৈলঝাড়ার রাংতা গ্রামে আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে শিশু তাজমিমকে উদ্ধার করে। এ সময় অপহরণের অভিযোগে জরিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।