বরিশালে বাসের ধাক্কায় কনস্টেবলসহ নিহত ৩
বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—হাইওয়ে পুলিশের দায়িত্বরত কনস্টেবল জাহিদ হোসেন (৩৫), শাহজাদা শরীফ (৪০) ও সিরাজ সরকার (৫০)। শাহজাদা ও সিরাজের বাড়ি গৌরনদী শহরে। তাঁদের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, সকালে গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণে বরিশাল থেকে বেনাপোলগামী কেএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে পুলিশের দায়িত্বরত কনস্টেবল জাহিদকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় শাহজাদা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিরাজ মারা যান।