সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ দুই পর্যটকের মৃত্যু
বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রুমা উপজেলা সদরের বাজার ঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন ভ্রমণে যাওয়া চারজন পর্যটক। সাঁতার কাটার সময় দুজন পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পর সাঙ্গু নদী থেকে দুজনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শান্তুনু সরকার ও তাঁর বন্ধু শাহেদ এহসান। তবে দ্বিতীয়জন শিক্ষক কিনা তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম জানান, ওই পর্যটকরা রুমা উপজেলার পাহাড়ের চূড়ায় অবস্থিত বগালেক ভ্রমণে গিয়েছিলেন শুক্রবার। সেখান থেকে দুপুরে রুমায় ফিরে বাজারঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নেমেছিলেন। নদীতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে দুজন পর্যটকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শান্তুনু সরকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপরজন তাঁর বন্ধু।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিহত দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।