পা পিছলে নদীতে পড়ে শিশু নিখোঁজ

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ি শহরের চেঙ্গী নদীতে শিশু রমজানের সন্ধানে স্থানীয় লোকজনের চেষ্টা। ছবি : এনটিভি

খাগড়াছড়িতে রমজান হোসেন (৩) নামের এক শিশু পা পিছলে চেঙ্গী নদীতে পড়ে স্রোতে ভেসে গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের মধ্যম মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লোকজন প্রায় আড়াই ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করার পরও সন্ধান মেলেনি শিশুটির।

নিখোঁজ শিশু রমজান, তার মা তাসলিমা বেগম ও সাড়ে পাঁচ বছর বয়সী ভাই আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামার গ্রাম থেকে খাগড়াছড়ি জেলা শহরের মধ্যম মুসলিমপাড়া গ্রামে বেড়াতে এসেছিল।

নিখোঁজ শিশুর মা তসলিমা আক্তার জানান, আজ সকালে তিনি দুই শিশু ছেলেকে নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের মধ্য মুসলিমপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী শিশু ছেলে নুরুন্নবী ও তিন বছর বয়সী রমজান আলী বাড়ির পাশের চেঙ্গী নদীর পাড়ে যায়। একপর্যায়ে রমজান পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইকে নদীতে পড়ে যেতে দেখে নুরন্নবী তাঁকে খবর দেয়। নদীর পাড়ে ছোট শিশুকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে।

এ সময় নদীর দুই তীরে শত শত মানুষ জড়ো হয়। অনেকে নদীতে নেমে শিশুর সন্ধান করে ব্যর্থ হয়।