বরিশালে গণমনস্তাত্ত্বিক রোগে ৩৫ শিক্ষার্থী অসুস্থ
বরিশালের সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও চরকাউয়া আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আজ সোমবার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৩১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের অবস্থা মোটামুটি ভালো থাকায় স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অসুস্থ শিক্ষার্থীরা সবাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এবং তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।
চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক জানান, বেলা সাড়ে ১১টা থেকে ওই বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকে। এর কিছু সময় পর কয়েকজন অচেতন হয়ে পড়লে স্কুল ছুটি দিয়ে তাদের তাৎক্ষণিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় হাসপাতালে নিয়ে আসা হয়।
আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুল ছুটি দেওয়া হয়। পরে অসুস্থদের মধ্যে পঞ্চম শ্রেণির আটজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অসুস্থ মিম জানায়, হঠাৎ করে অসুস্থ বোধ করলে অভিভাবকরা তাকে হাসপাতালে ভর্তি করে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা ছাড়াও পেটে যন্ত্রণা রয়েছে।
এদিকে এক সঙ্গে বিপুল ছাত্রছাত্রী হাসপাতালে ভর্তি হলে স্থান সংকুলানে সমস্যা দেখা দেয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রনবীর জানান, এটি গণমনস্তাত্ত্বিক রোগের লক্ষণ। এর কোনো নির্দিষ্ট কারণ নেই। এটি ছোয়াচে কোনো রোগও নয়। স্বল্প সময়ের চিকিৎসাসেবায় সবাই ভালো হয়ে যাবে।