শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ইফার শিক্ষক আটক
লক্ষ্মীপুরে সাত বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর নাম আবদুল জলিল ওরফে সুলতান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ইসলামভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক।
আজ রোববার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে সুলতানকে আটক করা হয়। এ সময় ওই শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এর আগে বেলা ১১টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের একটি শিক্ষাকেন্দ্রে শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুলতানকে আটক করে গ্রামবাসী।
স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় সুলতান শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে সুলতানকে আটক করে। এ সময় উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে। খবর পেয়ে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মানিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ও ভিকটিমকে উদ্ধার করেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সুলতানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।