রাঙামাটিতে ইসলামী ছাত্রীসংস্থার সাত নেত্রী ২ দিনের রিমান্ডে
রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকা থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্রীসংস্থার সাতজন নেত্রীকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদ আহম্মদ এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মহিউল ইসলাম জানান, আটক সাতজনকে আজ রোববার আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৬ মার্চ দুপুরে লংগদুর মুসলিম ব্লক এলাকার জামায়াতে ইসলামীর নেতা রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনির বাসা থেকে পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু লিফলেট ও ‘জিহাদি’ বই জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া সাতজন হলেন শিক্ষক ওসমান গনির স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি (৩৮), রাঙামাটির শহরের কাঁঠালতলি এলাকার শাহানাজ (২৭) ও আমানতবাগ এলাকার মাহমুদা (২৯), লক্ষ্মীপুরের নাছিমা আক্তার (৩০), ঢাকার বনশ্রী থেকে আসা তাহসিনা ফাতিমা (২৪), চট্টগ্রামের সাতকানিয়ার মিহতাহুল জান্নাত (২১) ও চান্দগাঁও এলাকার সাহিদা (২৫)। এঁরা সবাই ইসলামী ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেত্রী বলে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।
আটকের পর তাঁদের রাঙামাটিতে আদালতে হাজির করে পুলিশ। পুলিশ রিমান্ড আবেদন করলে, আদালত সেই সময় তাঁদের জেলহাজতে পাঠিয়ে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।