স্কুলছাত্রীকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

কানাইঘাটে স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৬) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সিলেটের একটি আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। 

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন উপজেলার কেওড় গ্রামের মোস্তাক আহমদ (৩১) ও একই গ্রামের ইসমাইল আলী (৩১)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন জানান, মামলায় দুজনকে দণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এঁরা হলেন উপজেলার ভঙ্গিছড়া গ্রামের মো. মড়াই মিয়া ও দর্পনগর গ্রামের হামদু মিয়া।

মামলার বরাত দিয়ে আইনজীবী আরো জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্বপ্নাকে স্কুলে যাওয়া-আসার পথে মোস্তাক ও তাঁর সহযোগীরা উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় গ্রামে সালিশ বৈঠকে মোস্তাককে ভর্ৎসনা করা হয়। 

এতে ক্ষিপ্ত হয়ে ২০০৭ সালের ২১ জুন দুপুর দেড়টার দিকে স্বপ্না বেগমকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী টিলায় গলা কেটে হত্যা করে মোস্তাক ও তাঁর সহযোগীরা। 

এ ঘটনায় স্বপ্নার বাবা আকদ্দছ আলী বাদী হয়ে মোস্তাক ও ইসমাইলকে আসামি করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।